প্রথম টি–টোয়েন্টি: ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতল ভারত

 

পান্ডিয়া–ঝড়ে ভারত জিতল ১২তম ওভারেই


টি–টোয়েন্টিতে বলের দিক থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় সেরা জয় এটি। গত বছর এশিয়ান গেমসে ৯৬ রান তাড়ায় ভারত জিতেছিল ৬৪ বল হাতে রেখে।

যেন কোথাও যাওয়ার তাড়া ছিল হার্দিক পান্ডিয়ার। তাসকিনের করা ইনিংসের ১২তম ওভারে ২ চার ১ ছক্কায় ম্যাচের সমাপ্তি টেনেছেন ভারতীয় অলরাউন্ডার।


১১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ১২৭ রান টপকে গেছে ভারত। বলের দিক থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় সেরা জয় এটি। এর আগে গত বছর এশিয়ান গেমসে ৯৬ রান তাড়া করে জিতেছিল ৬৪ বল হাতে রেখে।



Post a Comment

0 Comments