উইয়ান মুল্ডারের অফ স্টাম্পের বাইরে ফেলা বলটি ছেড়ে দিলেই পারতেন সাদমান ইসলাম। অপ্রয়োজনীয়ভাবে বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেট হারালেন তিনি। এক রানও করতে পারেননি ২৯ বছর বয়সি ওপেনার।
মুল্ডারের ওভারে সাদমান ক্যাচ দিয়েছেন এইডেন মারক্রামকে। পরের শিকারটিও ধরেছেন মুল্ডার।
লাফিয়ে উঠা বলে মুমিনুল হককে উইকেটরক্ষক কাইলে ভেরাইনের ক্যাচ বানিয়েছেন তিনি। বাংলাদেশের লিটন মাস্টার ভারতের বিপক্ষে কানপুরে খেলেছিলেন ১০৭ রানের ইনিংস।
দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ একটু রয়েসয়ে খেলবে, এটাই তো প্রত্যাশিত। কিন্তু নাজমুল হোসেন শান্তর বেলায় দেখা যায় ভিন্ন চিত্র।
উইকেটে গিয়ে মেরে খেলতে শুরু করেন তিনি। ফলস্বরূপ প্যাভিলিয়নে ফিরতে হয় দ্রুত। মুল্ডারের বলেই খোঁচা দিয়ে মহারাজকে ক্যাচ তুলে দেন। ৭ বলে ৭ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে বাংলাদেশে রান ২১। মাহমুদুল হাসান জয় ৫ ও মুশফিকুর রহিম শূন্য রানে ক্রিজে রয়েছেন।
0 Comments